বাণী:লজ্জাযে অন্নহীন, তাহার আবার লজ্জা কি?- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়যার লজ্জা নেই, তার বিবেকও নেই।– টমাস ফুলারক্ষতিগ্রস্তদের লজ্জা থাকে না।–স্পেনসারজীবনে একটি মাত্র লজ্জাই আছে, সে হচ্ছে অসুস্থ হওয়া।–হিটলারতরুণদের কাছে লজ্জা হল অলঙ্কারস্বরূপ, বৃদ্ধদের কাছে অপমানস্বরূপ।– এরিস্টটলবচন:আমি কি নাচতে জানি না,মাজার ব্যথায় যে পারি না।অর্থ : কাজে অক্ষম ব্যক্তি মুখে যোগ্যতার বড়াই করলে, তাকে নাচতে অক্ষম ব্যক্তির উক্তি দ্বারা উপহাস করা হয়।এইচআর/পিআর