দেশজুড়ে

ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়েছে ৫টি ফেরি। বৃহস্পতিবার গভীর রাতে এসব ফেরি বন্ধ করে দেয়া হয়।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. রায়হান জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েক শত যানবাহন। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।বি.এম খোরশেদ/এমএএস/পিআর