সেমিফাইনালে জয়ের প্রত্যাশা নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় আর্জেন্টিনার সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কচাকাটা থানার সুবলপাড় বাজার হতে শোভা যাত্রাটি বের হয়ে। পরে থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাহাট স্থলবন্দর ঘুরে আবার সুবলপাড় এসে শেষ হয়।
এসময় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চার শতাধিক সমর্থক শোভা যাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা চলার সময় সড়কের দুপাশে দাড়িয়ে থাকা জনতা হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উঁচিয়ে অভিবাদন জানান।
শোভাযাত্রাটির আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম তোহা বলেন, আজ রাতে আর্জেন্টিনার সেমিফাইনাল। এ উপলক্ষে আমরা আর্জেন্টাইন ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করছি এবারের শিরোপা আর্জেন্টিনা নিবে।
ফজলুল করিম ফারাজী/জেএস/এমএস