দেশজুড়ে

কমলনগরে বিএনপির ২১৫ নেতাকর্মীর নামে মামলা

লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে বিএনপির ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার হাজিরহাট বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যা ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে চর ফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমকে প্রধান আসামি করা হয়। রাতেই মামলাটি করা হয়।

এজাহারনামীয় অন্যরা হলেন- রাহাত, জাহের, হেলাল, রাসেল, দেলোয়ার, রাকিব, দোলন, মোরশেদ, দেলোয়ার হোসেন মানিক, সাজু, মাইন উদ্দিন, ইব্রাহিম খলিল, নাজিম মেম্বার ও বেলাল। তারা উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বে রয়েছেন।

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্ল্যা বলেন, রাত সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা ইব্রাহিম ১৫০-২০০ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে মামলা করেছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন বলেন, হামলার ঘটনায় আমাদের চারজন আহত হয়েছেন। এরমধ্যে জাহাঙ্গীর ও সাত্তার নামে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান এবং কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর দাবি, রাতের অন্ধকারে আওয়ামী লীগ নেতাকর্মীরাই তাদের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এখন বিএনপির নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ তাদের অপরাজনীতির প্রমাণ দিচ্ছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীদের ফাঁসাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নিজেরাই হামলার ঘটনা সাজিয়েছে। এখন হয়রানির উদ্দেশে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যে ঘটনা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ২১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) রাতে রামগতি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার দুপুরে রামগতি পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফু বাদী হয়ে বিএনপির ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

কাজল কায়েস/জেএস/এএসএম