মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে ১০ম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ১০ম দিনের মতো এ অবস্থান ধর্মঘট পালন করেছে এই শিক্ষকরা।জাতীয় স্কেলে বেতন না ঘোষণা করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান।অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হিরন, শাহজাহান আলী, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন প্রমুখ।এএস/এমজেড/পিআর