আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট সদরের ৮ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সিলেট জেলার সদর উপজেলার জালালবাদ ইউনিয়নে আশ্রাব আলী, হাটখোলা ইউনিয়নে খুর্শিদ আহমদ, খাদিমনগর ইউনিয়নে মো. তারা মিয়া, টুলটিকর ইউনিয়নে মো. আব্দুল মোছাব্বির, টুকেরবাজার ইউনিয়নে মো. আলতাফ হোসেন, মোগলগাঁও ইউনিয়নে মো. হিরন মিয়া, কান্দিগাঁও ইউনিয়নে মো. নিজাম উদ্দিন ও খাদিমপাড়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড গত দুই দিন বৈঠক করে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করে। প্রথম দফায় আগামী ২২ মার্চ ৭৩৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ছামির মাহমুদ/ এমএএস/পিআর