অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে সিপুর ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।
তারা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।
গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের উত্তরপাড়ায় শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। সিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার সঙ্গে সম্পৃক্ত। এর মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটি দল রাতে সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়।
এ সময় সিপুসহ কয়েকজন সেখানে প্রতিদিনের মতো বসে ছিলেন। তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল জব্দ করে প্রাথমিক পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল যাচাই-বাছাইয়ের পর ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
অভিযানের বিষয়ে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছয়জনের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলো প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসিফ ইকবাল/এসজে/জেআইএম