জাতীয়

অর্থাভাবে ভেস্তে যাচ্ছে পর্যটন বর্ষ

অর্থের অভাবে পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে নেয়া নানা প্রকল্প কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ২শ` কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও মাত্র ৬০ কোটি টাকা পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের আশঙ্কা পর্যটন বর্ষ ২০১৬ হবে কাগজে কলমে। অর্থের অভাবে বাস্তবায়ন হবে না কিছুই।এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পর্যটন বর্ষ শুরু হয়ে গেলেও এখনো পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে উন্নয়ন কাজ করা যাচ্ছে না। এ অবস্থার অবসান না হলে পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে বলে জানিয়েছেন মেনন।মেনন বলেন, সরকার সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নে পর্যটনকে অন্যতম সেক্টর হিসেবে নির্ধারণ করেছে। এ লক্ষ্যে ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে ২০১৮ পর্যন্ত এ বর্ষের কর্মসূচিগুলো অব্যাহত থাকার কথা। সরকার বাংলাদেশকে এমনভাবে সাজাতে চায় যাতে বিশ্ববাসী এক নতুন বাংলাদেশকে দেখতে পাবে। পর্যটন বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে বিরাট অবদান রাখতে পারে।ইতোমধ্যে বিশ্বের চেইন হোটেলগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে। পর্যটনকে আরো জনপ্রিয় ও অর্থবহ করতে বেসরকারি সংস্থাগুলোকেও আমন্ত্রণ জানান রাশেদ খান মেনন।আরএম/এমজেড/এবিএস