আসছে মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য পরমাণু সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ওই সম্মেলনে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৩১ মার্চ ও ১ এপ্রিলে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মোদি ও শরীফকে আমন্ত্রণ জানালে তারা তা গ্রহণ করেছেন বলে পাকিস্তানি পত্রিকা ডনের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রবল সম্ভাবনা রয়েছে (দুজনের দেখা হওয়ার)। কিন্তু ভারত-পাকিস্তানের আলোচনার ইতিহাস তো জানা আছে। এ বিষয়ে কিছু না হয়ে যাওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। ২০১০ সালে বারাক ওবামার উদ্যোগে এ পারমাণবিক নিরাপত্তা সম্মেলন শুরু হওয়ার পর এবারই প্রথম ভারত-পাকিস্তান দুদেশের প্রধানমন্ত্রীই তাতে যোগ দিচ্ছেন। এনএফ/এবিএস