মানুষ নিজের চিন্তাকে প্রশ্ন করলে যা বেরিয়ে আসবে তাই সত্যি। আসলে বিবেকবানদের মন থেকে সত্যিটাই আসে। পৃথিবীতে মিথ্যে বলে কিছু নেই, সবই সত্যি। নেহায়েত সত্যকে আড়াল করতেই মিথ্যার আবির্ভাব।শুক্রবার বিকেলে বইমেলা প্রাঙ্গণে কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করতে এসে জাগো নিউজকে এসব কথা বলেন কবি মুহম্মদ নুরুল হুদা। কবি মুহম্মদ নুরুল হুদা বলেন, মানুষ মাত্রই বিবেকবান। কিন্তু তবুও অনেকে বিবেকদৈন্যতায় ভোগেন। ভেতরে যদি জ্ঞান না থাকে, সাহিত্যানুভূতি না থাকে তবে বিবেক জাগ্রত হবে কী করে? এখন সাহিত্য পিপাপুদের কাজ আরো সহজ হয়েছে। বই মেলা জমজমাট। সবাই মোড়কের বইয়ের বাইরেও অনলাইনে বই পাচ্ছেন। ঘরে বসেও অনেকে নিজেকে আলোকিত করতে পারেন। ‘বই পড়ি আলোকিত হই, বই পড়ি না তো অন্ধকারে রই’ শ্লোক উচ্চারণ করে এ কবি বলেন, প্রবীন কবিদের লেখনীর পাশাপাশি বেশ কিছু উদীয়মান তরুণ কবিও এগিয়ে এসেছেন। বইমেলা উপলক্ষ্যে বেশ কয়েকজন তরুণ কবির বইয়ের মোড়ক উন্মোচন করেছি। তাদের লেখনীতে মুগ্ধ হয়েছি। এই ধারা আগামীতে আরো বেগবান হবে।জেইউ/এনএফ/এমএস