দেশজুড়ে

সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর থেকে চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে সাড়ে সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বুধবার দিনগত রাত ৩টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর-হরিণাঘাট ঘাটের ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

মো. ছগির হোসেন/এমআরআর/এএসএম