জাতীয়

নকল ফ্লোর ক্লিনারে সয়লাব কাপ্তান বাজার

রক, লাইজল, ফিনিস, হারপিকসহ বিভিন্ন নামিদামি কোম্পানির ফ্লোর ও টয়লেট ক্লিনারের মতো নকল পণ্যে সয়লাব হয়ে গেছে রাজধানীর কাপ্তান বাজারের হার্ডওয়ারের দোকানগুলো। খুচরা এবং পাইকারি বেশকিছু দোকানে মিলেছে নকল পণ্য।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন তথ্য পাওয়া যায়।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজধানীর কাপ্তান বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

কাপ্তান বাজারে নকল ফ্লোর ও টয়লেট ক্লিনার পাওয়া যায়, এমন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকটি দোকানে তদারকি করা হয়। তবে মূল অপরাধীকে ধরতে আরও জোরালো অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। মার্কেটের বিভিন্ন দোকান খুঁজে অবশেষে মেলে আসল অপরাধীর। কাপ্তান বাজারের সিটি করপোরেশন মার্কেটের দ্বিতীয় তলায় মমিন হার্ডওয়্যার নামের একটি প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজারসহ সারাদেশেই ছড়িয়ে যেত এসব নকল ফ্লোর ও টয়লেট ক্লিনার।

অভিযানে দেখা যায়, রক, লাইজল, ফিনিস, হারপিকসহ বিভিন্ন নামিদামি কোম্পানির ফ্লোর ও টয়লেট ক্লিনার নকল করে বিক্রি করছিল মমিন হার্ডওয়্যার। ভোক্তা কর্মকর্তারা হাতেনাতে এমন অপরাধের প্রমাণও পায়।

দোকানে গিয়ে দেখা যায়, বড় বড় জার থেকে প্লাস্টিকের নকল বোতলে ফ্লোর ও টয়লেট ক্লিনার ঢুকানো হচ্ছে। বোতলের গায়ে চকচকে মোড়ক লাগিয়ে দেওয়ার পর বোঝার উপায় নেই কোনটি আসল-কোনটি নকল। দোকানে বেশকিছু নকল পণ্যের মজুতও দেখা যায়। নকল এসব পণ্য মোড়কজাত করার জন্য যা যা প্রয়োজন সবই পাওয়া যায় ওই দোকানে।

এসময় নকল পণ্য তৈরি এবং বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জনস্বার্থে মমিন হার্ডওয়্যারের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়।

এনএইচ/এমআইএইচএস