রাজনীতি

আজ ২৫০ প্রার্থীকে প্রত্যয়নপত্র দেবে বিএনপি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে ২৫০ চেয়ারম্যান প্রার্থীকে আজ (শুক্রবার) প্রত্যয়নপত্র দেবে বিএনপি। এরই অংশ হিসেবে শুক্রবার বগুড়ার তানুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মো. মোজাফফর হোসেন খন্দকারকে প্রত্যয়নপত্র দেয়ার মাধ্যমে প্রার্থীদের মধ্যে দলীয় প্রত্যয়নপত্র দেয়া শুরু করেছে দলটি।শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, আজ রাতের মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের ২৫০ জন প্রার্থীর মধ্যে প্রত্যয়নপত্র দেয়া হবে।এদিকে, প্রত্যায়নপত্র বিতরণ উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রার্থী, সমর্থক ও নেতাকর্মীরা।এমএম/এসকেডি