রাজনীতি

ঢাকা বিভাগের ৮৯ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিভাগের ৮৯ টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। জাগোনিউজের পাঠকদের জন্য তালিকাটি প্রকাশ করা হলো- জেলা : টাংগাইল (১২), উপজেলা : নাগরপুর (১২)১. ভারড়া মো. রিয়াজ উদ্দিন তালুকদার২. সাহাবাতপুর মো. আনিসুর রহমান৩. গয়হাটা শেখ সামছুল হক৪. নাগরপুর মো. কুদরত আলী৫. সলিমাবাদ মো. দাউদুল ইসলাম মিয়া৬. দুপতিয়ার মো. আবুল হাশেম৭. ভাদ্রা মো. হামিদুর রহমান৮. ধুবডিয়া মো. মতিয়ার রহমান৯. মামুদনগর শেখ কামাল হোসেন১০. মোকনা মো. শরিফুল ইসলাম১১. পাকুটিয়া অ্যাডভোকেট আজাহারুল ইসলাম খান১২. বেকড়া আটগ্রাম মো. শওকত হোসেনজেলা: শেরপুর (১২), উপজেলা : নালিতাবাড়ী (১২)১. রাজনগর ফারুক আহমেদ২. নালিতাবাড়ী মো. আসাদুজ্জামান৩. রামচন্দ্রকুড়া মন্ডালিয়াপাড়া মোঃ আমান উল্যাহ৪. রূপনারায়নকুড়া মোঃ. মিজানুর রহমান৫. কলসপাড় মো. আবুল কাসেম৬. যোগানিয়া মো. হাবিবুর রহমান৭. নন্নী মো. বিল্লাল হোসেন চৌধুরী৮. পোড়াগাঁও বন্দনা চাগং৯. কাকরকান্দি মো. শহীদ উল্লাহ তালুকদার১০. বাঘবেড় মো. আব্দুস সবুর১১. নয়াবিল মো. নূর ইসলাম১২. মরিচপুরান খন্দকার মো. শফিকুল ইসলাম শফিকজেলা : জামালপুর (১), উপজেলা : ইসলামপুর (১)১৩. ইসলামপুর মো. হাবিবুর রহমান চৌধুরীজেলা : ময়মনসিংহ (১০), উপজেলা : ফুলপুর (১০)১. ছনধরা মো. উবায়দুল হক২. রামভদ্রপুর মো. দুদু মিয়া৩. ভাইটকান্দী আলাউদ্দিন আহমদ৪. সিংহেশ্বর মো. শাহা আলী৫. ফুলপুর কামরুল হাসান রানা৬. পয়ারী এনামুল কবির৭. রহিমগঞ্জ মো. আবু ছাইদ সরকার৮. রুপসী শাহ সুলতান চৌধুরী৯. বালিয়া অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার১০. বওলা মো. হারুন অর রশিদজেলা : নেত্রকোনা (৬), উপজেলা : খালিয়াজুরী (৬)১. মেন্দিপুর মো. লোকমান হেকিম২. চাকুয়া আবুল কালাম আজাদ৩. খালিয়াজুরী গোলাম আবু ইছহাক৪. নগর হরিধন সরকার৫. কৃষ্ণপুর মো. নাজিম উদ্দিন সরকার৬. গাজীপুর আতাউর রহমানজেলা : কিশোরগঞ্জ (১১), উপজেলা : কিশোরগঞ্জ সদর (১১)১. রশিদাবাদ সিরাজুল আলম২. লতিফাবাদ মো. সেলিম৩. মাইজখাপন মো. আবুল কালাম আজাদ৪. মহিনন্দ মো. মনসুর আলী৫. বৌলাই মো. আওলাদ হোসেন৬. যশোদল মো. জাহেদ মিয়া৭. বিন্নাটি মো. আজহারুল ইসলাম৮. মারিয়া মো. মজিবুর রহমান৯. চৌদ্দশত এবি ছিদ্দিক খোকা১০. কুর্শাকাড়িয়াইল মো. বদর উদ্দিন১১. দানাপাটুলী মো. সাখাওয়াত হোসেন দুলালজেলা: মুন্সিগঞ্জ (১০), উপজেলা : সিরাজদিখান (১০)১. বাসাইল মো. সাইফুল ইসলাম২. বালুচর আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক৩. লতব্দী এস এম সোহরাব হোসেন৪. রশুনিয়া মোহাম্মদ ইকবাল হোসেন৫. বয়রাগাদি গাজী মো. আলাউদ্দীন৬. মালখানগর সানজিদা আক্তার৭. মধ্যপাড়া মি. করিম শেখ৮. ইছাপুরা আব্দুল মতিন হাওলাদার৯. জৈনসার রফিকুল ইসলাম১০. কোলা মীর লিয়াকত আলীজেলা : ঢাকা (৫), উপজেলা : দোহার (৫)১. নয়াবাড়ী বজলুর রহমান কামাল২. কুসুমহাটি মো. আমজাদ হোসেন আজাদ৩. নারিশা মো. আওলাদ হোসেন৪. মোকসেদপুর মো. আ. হান্নান খান৫. বিলাসপুর মোঃ হুকুম আলী চোকদারজেলা: নরসিংদী (২), উপজেলা : পলাশ (২)১. গজারিয়া মো. বদুরুদ জামান ভুঞা২. ডাংগা মো. সাবের উল হাইজেলা : গোপালগঞ্জ (৫), উপজেলা : টুংগীপাড়া (৫)১. বর্নি মো. শফিকুল ইসলাম২. পাটগাতী মো. মিলন মোল্লা৩. কুশলী মোহাম্মাদ খালিদ হোসেন৪. ডুমুরিয়া মো. কবির আলম তালুকদার৫. গোপালপুর সুষেন সেনজেলা : মাদারীপুর (১৬), উপজেলা : শিবচর (১৬)১. শিবচর মো. রাজন মিয়া২. পাঁচ্চর মো. দেলোয়ার হাওলাদার৩. মাদবরেরচর চৌধুরী সুলতান মাহমুদ৪. চরজানাজাত মো. বজলুর রহমান সরকার৫. কাঠালবাড়ি মোহসেন উদ্দিন৬. দ্বিতীয়খন্ড মো. মাহফুজুল করিম৭. কুতুবপুর মো. আতিকুর রহমান মাদবর৮. ভান্ডারীকান্দি শওকত হোসেন নান্নু৯. কাদিরপুর বি এম জাহাঙ্গীর হোসেন১০. বাঁশকান্দি মো. আবুল বাশার মিয়া১১. বহেরাতলা দক্ষিণ অলিউল্লাহ১২. বহেরাতলা উত্তর মো. জাকির হোসেন (হায়দার)১৩. নিলখী মো. ওয়াসিম১৪. শিরুয়াইল আতিকুর রহমান মুরাদ হাওলাদার১৫. দত্তপাড়া মুরাদ মিয়া১৬. বন্দরখোলা নিজাম উদ্দিন বেপারীএএসএস/এসকেডি