দেশজুড়ে

আলফাডাঙ্গায় প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী রুপালি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। এরই মধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

তিনটি ইউনিয়নের একটি গোপালপুর। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুপালি পারভীন। পেয়েছেন আনারস প্রতীক। তিনিই উপজেলার সর্বপ্রথম নারী চেয়ারম্যান প্রার্থী।

রুপালি পারভীন ইউনিয়নের চর কুচিয়াগ্রামের ইতালি প্রবাসী আব্দুর রহমান জিকোর সহধর্মিণী। তিনি একই হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপালপুর ইউনিয়নে রুপালি পারভীনসহ মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। অন্য দুজন হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইনামুল হাসান ও স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলাম।

রুপালি পারভীন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রতিনিয়ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাকে নিয়ে ভোটারদেরও ব্যাপক আগ্রহ আর কৌতূহল আছে।

রুপালি বলেন, ‘দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আমি জনগণের সেবক হতে চাই। ইউনিয়ন পরিষদের নির্বাচিত সব সদস্যের সঙ্গে নিয়ে একটি মডেল ইউনিয়ন পরিষদ গঠন করবো। পাশাপাশি এ ইউনিয়ন থেকে সব ধরনের দুর্নীতি, মদ, জুয়া ও বাল্যবিয়ে মুক্ত করবো।

তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে চলছে। এ সময়ে নারী নেতৃত্বের খুবই প্রয়োজন। পুরুষের পাশাপাশি এখন নারীদেরও বহুদূর এগিয়ে যাওয়ার সময়।

এন কে বি নয়ন/এসজে/এএসএম