দেশজুড়ে

রাজবাড়ীতে চরমপন্থী বাহিনীর ৪ সদস্য অস্ত্রসহ আটক

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন থেকে চরমপন্থী অমল বাহিনীর ৪ সদস্যকে ১টি ওয়ান সুটারগান, ৮টি কার্তুজ ও ১টি মোটরসাইকেলসহ আটক করেছে পাংশা থানা পুলিশ। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সরিষা ইউনিয়নের বাগলী ব্রিজের পূর্ব ঢাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।আটকরা হলেন- পাংশা উপজেলার জগদিশ ও শ্যামল এবং কালুখালী উপজেলার সুভজিৎ ও জহুরুল হক।পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত সত্যতা নিশ্চিত করে জানান, চরমপন্থী অমল বাহিনীর প্রধান অমল ছাড়া পুরো দলকে ধরতে সক্ষম হয়েছেন পাংশা থানা পুলিশ। আটকরা অপারেশন এর জন্য যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় সরিষা ইউনিয়নের বাগলী ব্রিজের পূর্ব পাশ থেকে অস্ত্র, কার্তুজ ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।রুবেলুর রহমান/এসএস/এমএস