কুড়িগ্রামে প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে করেছে আর্জেন্টিনার সমর্থকরা। রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আর্জেন্টিনার জার্সি পরে পতাকা-ফেস্টুন সজ্জিত শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেলে কয়েকশ মানুষ অংশ নেয়। এসময় জয় হোক আর্জেন্টিনার, জয় হোক মেসির স্লোগানে মুখরিত হয় চারদিক।
মো. মমিনুর রহমান মমিন নামের এক সমর্থক বলেন, আর্জেন্টিনা জিতবে। ফ্রান্সকে কমপক্ষে দুই গোলে হারিয়ে গোল্ডেন বুট পাবেন মেসি। ইনশাআল্লাহ বিশ্বের কোটি আর্জেন্টিনার সমর্থকের মনের আশা পূরণ হবে।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. লোবান হাসান বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে ঘিরে কোটি দর্শকের চোখ থাকবে রঙিন পর্দায়। খেলায় হার-জিত থাকবে। তবে উত্তেজনায় আবেগ তাড়িত হয়ে নিজের ক্ষতি কিংবা সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
আরএইচ/জেআইএম