মোংলায় আধুনিক প্যাথলজি নামের একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান এ আদেশ দেন।
এরআগে শনিবার রাতে ‘টেকনিশিয়ান আসে-যায়, ইসিজি করেন আয়া’ শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। পরে রোববার দুপুরে অভিযান চালিয়ে ওই প্যাথলজি বন্ধ করে দেওয়া হয়। এসময় ওই প্যাথলজি মালিককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে মো. হাবিবুর রহমান বলেন, প্রথমত আয়া দিয়ে রোগীর ইসিজি করিয়ে প্রতারণা ও সেখানে চাকরিরতদের কোনো ধরনের সনদ না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম