দেশজুড়ে

ঝিনাইদহে ফুল বিক্রির টার্গেট ৩ কোটি টাকা

সব বয়সের মানুষের হাতে ফুল তুলে দিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝিনাইদহ থেকে প্রায় ৩ কোটি টাকার ফুল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে বলে জানিয়েছেন ফুল চাষের সঙ্গে জড়িত কৃষক ও স্থানীয় কৃষি অফিস।  ঝিনাইদহ কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার সদর, কালীগঞ্জ, কোটচাদপুর ও মহেশপুর উপজেলায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে চাষ করা হয়েছে বিভিন্ন জাতের গাদা গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ নানা জাতের ফুল। সবচেয়ে বেশি গাধা ফুল, গ্লাডিওলাস ও রজনীগন্ধার চাষ হয় কালীগঞ্জে বালিয়াডাঙ্গা এলাকায় ও সদর উপজেলার গান্না এলাকায়। এ কারণে সবার কাছে এই এলাকা এখন ফুলনগরী  হিসেবে পরিচিত।লাউতলা এলাকার পুরাতন ফুল চাষি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, সারা বছরই তারা ফুল বিক্রি করে থাকেন। তবে প্রতি বছর বিভিন্ন দিবসে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। এ সময় দামও থাকে ভালো। দিবস উপলক্ষে এক ঝুপি গাদা ফুল ১২০ টাকা দরে, রজনীগন্ধা বিক্রি হচ্ছে ১ কেজি ১১০ টাকা ও পিস ৩ টাকা দরে আর গ্লাডিওলাস ১ পিস ৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।সদর উপজেলার কৃষি কর্মকর্তা ডা.মখান মো মনিরুজ্ঝামান জানান, উৎপাদন ব্যয় কম ও লাভ বেশি হওয়ায় কৃষকরা ফুল চাষে আগ্রহী হচ্ছেন। এ এলাকার উৎপাদিত ফুল দূরপাল্ল­ার পরিবহনে ভরে চলে যাচ্ছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বড় বড় শহরগুলোতে।এসএস/এমএস