কুমিল্লার চান্দিনায় মহাসড়কের কাঠেরপুল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, শনিবার সকালে মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। যুবকের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মহাসড়কের পাশে মরদেহ ফেলে চলে যায়।নিহত যুবকের পরনে প্যান্ট ও কালো রংয়ের গেঞ্জি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কামাল উদ্দিন/এসএস/এবিএস