দেশজুড়ে

চট্টগ্রামে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসচাপায় জাহেদুল ইসলাম (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মনছুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিদান স্থানীয় হলি চাইল্ড স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি হাইচ মাইক্রোবাস চাপা দিলে জিদান গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জীবন মুছা/এমজেড/এমএস