দেশজুড়ে

নাটোরে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে কলেজ চত্বরে বিক্ষোভ করতে থাকে। কলেজের শিক্ষকরা বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তালা খুলে দিয়ে রাস্তায় এসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।পরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় শিক্ষার্থীরা শহরের রাণী ভবানী সরকারি মহিলা কলেজ থেকে তাদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবি জানায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী ৩ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীদের সিট পড়েছে শহরের আরেক কলেজ রাণী ভবানী সরকারি মহিলা কলেজে। কিন্তু বিগত দিনে এনএস কলেজের শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ, হয়রানি করে রাণী ভবানী কলেজের শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে। তাই অবিলম্বে রাণী ভাবানী থেকে অন্য কলেজের পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে এই আন্দোলন। তবে নাম প্রকাশ না করার শর্তে এনএস কলেজের এক শিক্ষক বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মূলত রাজনৈতিক দলের ছেলেরা এই আন্দোলন করছে। যারা সারা বছর পড়াশুনা করে না তারাই অনৈতিক সুবিধা আদায়ের জন্য কেন্দ্র স্থানান্তরের জন্য আন্দোলন করছে। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এনএস কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুস মৃধা বলেন, কেন্দ্র স্থানান্তর,পরিবর্তন সব ক্ষমতা বোর্ডের কাছে। বোর্ড কর্তৃপক্ষ যে সিদ্ধান্তই দেয় সেটাই চূড়ান্ত। তাপরও কেন্দ্র সচিবের সঙ্গে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আলাপ-আলোচনা করা হবে। এ বিষয়ে রাণী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব নার্গিস সুরাইয়া বেগম বলেন, হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী অনৈতিক সুবিধা নেয়ার জন্য এই ধরনের আন্দোলন করছে। কিন্তু অনৈতিক সুবিধা দেয়ার দিন শেষ। শিক্ষার্থীদের পড়াশুনা করেই পাস করতে হবে। কোন শিক্ষার্থীকেই অনৈতিক সুবিধা দেয়া হবে না।রেজাউল করিম রেজা/এসএস /এমএস