মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর-ঝোড়াঘাট খাল খননকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এ কাজের উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) আওতায় ছয় হাজার ৪০০ মিটার এ খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ টাকা।
গাংনী উপজেলা যুবলীগের নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন।
এমপি সাহিদুজ্জামান খোকন জানান, ১৭টি খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে সব খাল পুনঃখনন শেষ হবে।
আসিফ ইকবাল/এসআর/জিকেএস