বরিশালে অটোরিকশার ধাক্কায় আবু সালেহ (৮) নামে এক নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নগরীর সাগরদী এলাকার ধান গবেষণা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সালেহ সিকদার পাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মো. নাহিদের ছেলে। কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি সংগঠনের রক্তদান কর্মসূচির প্রচারাভিযান চালানো একটি অটোরিকশা ধান গবেষণা সড়ক দিয়ে যাচ্ছিল। আবু সালেহ ওই অটোরিকশা থেকে লিফলেট সংগ্রহ করে রাস্তা পারাপারের সময় অপর একটি অটোরিকশা এসে ধাক্কা দেয়। এতে আবু সালেহ রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অটোরিকশা ফেলে ঘাতক চালক পালিয়ে গেছে। অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।সাইফ আমীন/এসএস/এবিএস