দেশজুড়ে

কুমিল্লায় গ্যাস লাইনে ফাটল, সরবরাহ বন্ধ

কুমিল্লার মুরাদনগর উপজেলার পায়ব এলাকায় ঢাকা-মুরাদনগর সড়কের পাশে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৬ ইঞ্চি পাইপ লাইনে একটি লরি চাপা দিলে ওই পাইপ লাইনে ফাটল ধরে গ্যাস বের হতে থাকে। খবর পেয়ে বাখরাবাদ কর্তৃপক্ষ দ্রুত সরবরাহ বন্ধ করে দেয়। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা মুরাদনগর সড়ক দিয়ে বাখরাবাদ গ্যাস কোম্পানির নিজস্ব পণ্য নিয়ে একটি লরি ওই সড়কের পায়ব এলাকার জরাজীর্ণ কালভাটে উঠলে কালভাটের পাটাতন ভেঙে ওই কালভাটের পাশে থাকা বাখরাবাদ গ্যাস কোম্পানির ৬ ইঞ্চি একটি পাইপ ফেটে যায়। এ সময় পাইপ লাইন থেকে বিকট আওয়াজে বিপুল পরিমাণ গ্যাস বের হতে থাকলে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাখরাবাদ কর্তৃপক্ষ ওই পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ওই পাইপ লাইনে জেলার দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহক রয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার সাব সেকশনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাপ্পি শাহরিয়ার জানান, পাইপ লাইনের উপর পড়ে থাকা হেবি লরিটি উঠানোর জন্য ক্রেন আনা হচ্ছে। বিকল লরিটি সরানোর পর পাইপ লাইনের মেরামত শেষে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা হবে। কামাল উদ্দিন/এসএস/এবিএস