সেই টাইটানিকের জ্যাক দিয়ে বাজিমাতের শুরু। তারপর বেশ কিছু চরিত্রেই প্রশংসিত হয়েছেন তিনি। বেশ কয়েকবার মনোনয়নও পেয়েছেন অস্কার পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে। কিন্তু ভাগ্যের ফেরে সেটা আজও হাতে ধরা হয়নি লিওনার্ডো ডিক্যাপ্রিওর। তবে এবারে রয়েছে তার সমূহ সম্ভাবনা। ধারণা করা যাচ্ছে, চলতি বছরের অস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি উঠবে ক্যাপ্রিওর ঘরে। সেই ধারণাকে চাইলেই সত্যি করে দিতে পারেন ‘জ্যাক’ ভ্ক্তরা। বহুল প্রত্যাশিত অস্কার পুরস্কারটি ডিজিটালি হলেও জিতিয়ে দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার সুযোগ এসেছে ডিক্যাপ্রিও ভক্তদের সামনে। রেড কার্পেট রেম্পেজ নামের একটি গেমিং ওয়েবসাইট রেড কার্পেট রেম্পেজ নামের গেমের সহায়তায় ডিক্যাপ্রিওকে অস্কার এনে দেওয়ার সুযোগ দিচ্ছে ভক্তদেরকে। এটা করতে হবে লিওনার্দো নামের অ্যানিমেটেড চরিত্রের মাধ্যমে। তাকে দৌড়ে গিয়ে লালগালিচায় রাখা অস্কার ট্রফি নিতে হবে ক্যামেরাম্যানদের সঙ্গে ধাক্কা খাওয়া ছাড়া। শুধু তা-ই নয়, লেডি গাগা ও মাইকেল ফাসবেন্ডারের মতো হলিউডের নামি-দামি অনেক তারকার সঙ্গে চাইলে ধাক্কা খেতে পারেন। যদি কেউ ছয়বার অস্কার মনোনীত ডিক্যাপ্রিওর জন্য ট্রফিটি নিতে না পারেন তাহলে বাফটা, গোল্ডেন গ্লোবস ও এমি অ্যাওয়ার্ড নেওয়া হবে গেম চলাকালে। প্রসঙ্গত, এ পর্যন্ত অস্কারে ছয়বার মনোনয়ন পেয়েছেন ডিক্যাপ্রিও। কিন্তু আগের পাঁচবারই শুন্য হাতে ফিরতে হয়েছে তাকে। এলএ/এবিএস