গত বছর থেকেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা দুর্নীতির অভিযোগে বিতর্কিত। পাশাপাশি বেশ কিছু আঞ্চলিক সংস্থায় এ নিয়ে তোলপাড় হয়েছে। এর মধ্যে কনকাকাফ অঞ্চল অন্যতম। এই অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইতোমধ্যই দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। আর তাই এ বছর কোপা আমেরিকা আয়োজন নিয়েও সংশয় দেখা দেয়। কিন্তু সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আগামীকাল (রোববার) কোপা আমেরিকা ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে।ল্যাতিন আমেরিকার সর্ববৃহৎ এ ফুটবল আসরের ড্র স্থানীয় সময় সাড়ে সাতটায় ম্যানহ্যাটানের হ্যামারস্টেইন বলরুমে শুরু হবে। এবার কপা আমেরিকার শত বর্ষ পূরণ করতে যাচ্ছে। তাই ইতিহাসে প্রথমবারের মত ল্যাতিন আমেরিকার বাইরে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা প্রদেশের লেভাইস স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জুন নিউ জার্সিতে। এবারের আসরে ল্যাতিন আমেরিকার ১০টি দলসহ কনকাকাফ অঞ্চলের ছয়টি দল নিয়ে এ টুর্নামেন্টে আয়োজন করা হচ্ছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র ছাড়াও শীর্ষ অপর তিন দল হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকো। বাকি ১২টি দল তিনটি পটে বিভক্ত হয়ে অংশ হবে। চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও ইকুয়েডর রয়েছে দ্বিতীয় পটে, তৃতীয় পটে রয়েছে কোস্টা রিকা, হাইতি, জ্যামাইকা ও পানামা। চতুর্থ পটের দলগুলো হচ্ছে বলিভিয়া, পেরু, ভেনিজুয়েলা ও প্যারাগুয়ে। আরটি/এসএইচএস/এবিএস