দেশজুড়ে

চা-স্টলের আড়ালে মাদক কারবার, তল্লাশিতে মিললো ৩৪ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ মো. মাসুম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাসুম উপজেলার বেলতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আমানুল্লাহ জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলী গ্রামের মো. মাসুমের চা-স্টলে অভিযান চালায় পুলিশ। এসময় স্টলটির ভেতরে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে এ ঘটনায় মো. মাসুমকে গ্রেফতার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মাসুম চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। সে চা-স্টলের ব্যবসার আড়ালে মাদক কারবার করে আসছিল। স্থানীয়রা জানিয়েছে, তার স্ত্রীও মাদক কারবারে জড়িত। তবে তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা রেকর্ডে পাওয়া যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস