দেশজুড়ে

লোকালয়ে উদ্ধার মেছোবাঘ বনে অবমুক্ত

সাতক্ষীরা তালায় বিপন্ন প্রজাতির একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোড়লপাড়া এলাকা থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়।

এর আগে মেছোবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা বন অফিস ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যরা মেছোবাঘটি উদ্ধার করে।

উপজেলা বন কর্মকর্তা ইউনুস আলী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যদের সঙ্গে নিয়ে মেছোবাঘটি উদ্ধার করা হয়। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে মেছোবাঘটি বনে অবমুক্ত করা হয়েছে।

এ সময় ওয়াইল্ডলাইফ মিশনের সেলিম শেখ, জুলফিকার রায়হান, রাশেদ বিশ্বাস ও ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকএস