ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমঘটিত কারণে ঘরছাড়া হয়েছে দুই মাদরাসাছাত্রী। এদের মধ্যে একজনকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ওই দুই কিশোরী উপজেলার ময়না হাটখোলাচর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার ছাত্রী। এদের মধ্যে একজন নবম ও আরেকজন সপ্তম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় মেয়েকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ করেছে দুই শিক্ষার্থীর পরিবার। অভিযোগের ভিত্তিতে এক শিক্ষার্থীকে উদ্ধার করে বুধবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে তার পরিবাবের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাটখোলাচর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার সহপাঠী (একই গ্রামের বাসিন্দা) এবং সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রের (একই গ্রামের বাসিন্দা) প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার তারা পালিয়ে যায়। পরে দুই ছাত্রীর পরিবার তাদের মেয়েকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দেয়।
বোয়ালমারী থানার এসআই মামুন ইসলাম বলেন, নবম শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্য ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম