দিনাজপুরের ফুলবাড়িতে দ্রুতগামী একটি মোটরসাইকেলকে গাড়ি ধাক্কা দিলে নিহত হন মাহাবুর রহমান (৩২)। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অন্য দুজন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জয়নগর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুর রহমান বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মনছুর আলীর ছেলে। আহতরা হলেন, একই এলাকার নির্মল রায়ের ছেলে শ্রী সাগর চন্দ্র (২২) সাহাবুল ইসলামের ছেলে সাকিল হোসেন (১৬)।
স্থানীয়দের বরাত দিয়ে পলিপ্রায়াগপুর ইউনিয়নের (ইউপি) সদস্য মোজাম্মেল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন বিরামপুরে দিকে যাচ্ছিলেন।
এ সময় বিরামপুর এলাকা থেকে একটি গাড়ি ফুলবাড়ি দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মাহবুর রহমান মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মো. মাহাবুর রহমান/জেডএইচ/