দেশজুড়ে

শপিংব্যাগে ইয়াবা নিয়ে বাসে ঢাকা আসছিলেন যুবক

বাসে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ৬ হাজার পিস ইয়াবাসহ সেফাই উদ্দিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেফাই কক্সবাজারের বাসিন্দা নুরুল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন তথ্যে খবর পেয়ে ফেনীর লালপোল মুহুরী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেওয়া হয়। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সেফাই উদ্দিনের সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা করেন।

ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস