গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ইয়াদ আলী (৩০) নামের এক হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মৌসুমী পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দিনাজপুরগামী আলুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। নিহত ট্রাকহেলপার ইয়াদ আলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মোকামতলা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিবাকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।
জেএস/এমএস