দেশজুড়ে

তিনদিনের ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকের ভিড়

টানা তিনদিনের ছুটিতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পর্যটকের ভিড় বেড়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জেলার হোটেল-মোটেলসহ বিনোদন স্পটগুলোতে পর্যটক আসতে দেখা গেছে।

জেলার আরণ্যক, পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, বার্গি, সুবলং ঝরনাসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা যায়, পর্যটকে মুখরিত এসব এলাকা। যে যার মতো করে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন। সেসব আবার ক্যামেরাবন্দি করছেন অনেকে।

ফেনী থেকে বেড়াতে আসা কাউছার আহমেদ ও তাহমিনা আহমেদ দম্পতি জানান, দুজনই ব্যাংকে চাকরি করি। ছুটি পেলেই ঘুরতে বের হই আমরা। দেশে এবং দেশের বাইরে ঘুরতে যাই ছুটি পেলে। এবারের তিনদিনের ছুটিতে রাঙ্গামাটিতে বেড়াতে এসেছি।

আবুল হাসনাত নামের এক পর্যটক বলেন, আমি ঢাকা থেকে বেড়াতে এসেছি। রাঙ্গামাটির সৌন্দর্যের কথা শুনেছি। এবার প্রথম এলাম ছবির মতো সুন্দর রাঙ্গামাটির প্রকৃতি ও পরিবেশ।

নিডস হিল ভিউ আবাসিক হোটেলের ম্যানেজার রাসেল বলেন, আমাদের হোটেল সম্পূর্ণ বুকিং রয়েছে। এ তিনদিনের ছুটিতে প্রচুর পর্যটক আসছে। আমাদের ব্যবসা ভালো হবে বলে আশা করছি।

পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, টানা তিনদিনের ছুটিতে আমাদের শতভাগ বুকিং রয়েছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/এএসএম