মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ৯৭ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার সময় স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এসএসসি ৯৭ ব্যাচের সদস্য পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
ক্যাম্পে সকাল থেকে রোগীদের ভিড় দেখা যায়। হৃদরোগ বিশেষজ্ঞ ও এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থী ডা. কাজল আলী, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আবুল কাশেম, গাইনি বিশেষজ্ঞ ডা. আঞ্জমানয়ারা, মেডিকেল অফিসার ডা. শোভন মল্লিকসহ ৬ সদস্যের একটি দল রোগীদের চিকিৎসা দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম।
মেহেরপুর শহরের বাসিন্দা মিনি খাতুন বলেন, আমার হার্টের সমস্যা। দীর্ঘদিন ধরে এ রোগে ভুগছি। ডাক্তার দেখাইয়া ওষুধ নিয়েছি। আমার ভালো লাগছে।
মেহেরপুর শহরের ষাটোর্ধ আরেক বাসিন্দা আম্বিয়া খাতুন বলেন, দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছি। ওষুধ খাচ্ছি। ভালো হচ্ছে না। সবসময় ডাক্তারও দেখাইতে পারি না। তাই এখানে ফ্রি ডাক্তার দেখাতে ও ওষুধ নিতে এলাম।
ডা. কাজল আলী বলেন, ৯৭ এসএসসি ব্যাচের অনেক শিক্ষার্থী আজ চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা পেশায় যুক্ত। সবাইকে একত্রিত করেছি অনেক কষ্টে। বাকিটা জীবন বন্ধুদের নিয়ে একসঙ্গে চলতে চাই। পাশে থাকতে চাই সমাজের অবহেলিত মানুষের। আশা করি প্রতি বছরে ছয় মাস পর পর একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প করবো আমরা।
পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন, শুধুমাত্র আনন্দ আর উল্লাসের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে চাই না। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। শুধুমাত্র পিকনিক আর গদবাধা কোনো অনুষ্ঠানের মধ্যে আমরা আর আবদ্ধ থাকবো না। এবার কিছু মানুষকে সেলাই মেশিন দিয়েছি। পাশাপাশি মানুষ তৈরির কারিগর সেই শিক্ষকদের সম্মাননা দিয়েছি। কারণ তাদের অবদানে আমরা আজ এই জায়গায়। সেই সব অভিভাবকতুল্য মানুষদের কখনই ভুলতে চাই না । ভবিষ্যতে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।
আসিফ ইকবাল/জেএস/এএসএম