জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাউসী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুর রাজ্জাক (৫২), বেহুলা বেগম (৬৮), দীপু (২৬), মাজেদা বেগম (৪২), দুলাল মিয়া (৬৩), ওয়াজেদ আলী (৪৮), নীরব (১৯), হাবিল (৫৯), মজিবর (৬৫) ও শাহীন (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাতে ১৮ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্র জানায়, দক্ষিণপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে একই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে মাহমুদ হাসান রুবেলের দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে মাহমুদ হাসান রুবেল লোকজনসহ দেশিয় অস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িঘরে হামলা ও বিরোধপূর্ণ জমি বেদখলের চেষ্টা করে। এসময় আব্দুর রাজ্জাক ও তার বোন রোজিনা বেগম বাধা দিলে রুবেলের লোকজন তাদের মারধর করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগ অস্বীকার করে মাহমুদ হাসান রুবেল জানান, রাজ্জাকের লোকজনই তাদের ওপর হামলা করেছে। হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জাগো নিউজকে বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ