ফরিদপুরে দিনব্যাপী আয়োজন করা হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্য খিচুড়ি উৎসব। এ বছর দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে জেলা শহরের অম্বিকা ময়দানে এ উৎসবের আয়োজন করে ফরিদপুরের খিচুড়ি উৎসব উদযাপন কমিটি।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম।
আয়োজকরা জানান, এখানে একটা নির্ধারিত কুপনের মাধ্যমে যে টাকা সংগ্রহ হবে সেই টাকা হতদরিদ্র তিনজন রোগীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এছাড়া এ উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
এন কে বি নয়ন/জেএস/এমএস