মেহেরপুরের গাংনী উপজেলায় ভাবির করা পর্নোগ্রাফি মামলায় সাহাবুল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সাহাবুল উপজেলার হাড়াভাঙ্গা হালসানা পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে হাড়াভাঙ্গা হালসানা পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল হান্নানের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। কিছুদিন পর হান্নান বিদেশ গেলে দেবর সাহাবুলের সঙ্গে তার গড়ে ওঠে পরকীয়া সম্পর্ক। এ সময় সাহাবুল তার ভাবির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন।
এদিকে ওই গৃহবধূ প্রবাসী স্বামী আব্দুল হান্নানকে তালাক দিয়ে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের ছেলে মহিবুলকে বিয়ে করেন। ভাইকে ছেড়ে অন্যজনের সঙ্গে বিয়ে করায় সাহাবুল ওইসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সাহাবুল ১০ লাখ টাকাও দাবি করেন। টাকা না পেয়ে ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকেই দেবর সাহাবুল পলাতক ছিলেন।
এদিকে সাহাবুলের অবস্থান নিশ্চিত হয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঢাকার কাশিমপুর এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, ওই গৃহবধূর মামলা তদন্তে গিয়ে পর্নো ছবি ও ভিডিও ছাড়ার প্রমাণ পাওয়া যায়। পরে সাহাবুলের অবস্থান নিশ্চিত হয়ে এসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এসজে/জেআইএম