দেশজুড়ে

রামগতিতে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু চৌধুরীর সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। এতে প্রতারকচক্র ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করছেন।

এ নিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সবাইকে সতর্ক থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মোবাইল নম্বর ক্লোন করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে রামগতি, কমলনগর, রায়পুর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ক্লোন করে শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়। তখনও জনগণকে সতর্ক থাকার জন্য ইউএনও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার সকালে ইউএনওর নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যান, স্কুল-কলেজ ও মাদরাসা প্রধানদের কাছে ফোন করা হয়। এসময় সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা দাবি করা হয়।

উপজেলার চরখেড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান বলেন, ইউএনও স্যারের মোবাইল নম্বর আমার কাছে সেভ করা আছে। সকালে সে নম্বর থেকে কল আসে। আমি সালাম দেওয়ার পর বলা হয় ডিসি স্যারের ফোন নম্বর লেখার জন্য। প্রতারণার বিষয়টি আমি আঁচ করতে পেরে প্রশ্ন করায় ফোন সংযোগ কেটে দেওয়া হয়।

ইউএনও শান্তনু চৌধুরী জানান, এ ঘটনায় থানায় ডিজি করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। প্রতারক থেকে সতর্ক থাকার জন্য ফেসবুকেও স্ট্যাটাস দেওয়া হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মোবাইল নম্বর ক্লোনের ঘটনায় ইউএনও জানিয়েছেন। জিডির পর প্রতারক চক্র শনাক্তের চেষ্টা চলছে।

কাজল কায়েস/আরএইচ/এএসএম