বাবা-ময়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় শিশু সাগর ইসলাম (৯)। ট্রেনে রাজশাহী থেকে নেত্রকোনায় এসে কয়েকদিন ঘোরাঘুরি করছিল সে। বিষয়টি জানার পর পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা মডেল থানায় দাদা মো. ফরমান আলীর কাছে সাগরকে বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ।
পুলিশ জানায়, সাগর রাজশাহীর চারঘাট থানার বরকতপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। বাবা-মায়ের বকুনিতে অভিমান করে ১৮ ডিসেম্বর সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাজশাহী স্টেশন থেকে প্রথমে ঢাকা বিমান বন্দর রেল স্টেশন যায় সে। সেখান থেকে চলে আসে নেত্রকোনা রেল স্টেশনে। সেখানে এলোমেলোভাবে ঘুরতে থাকে সাগর। সন্দেহ হলে স্টেশনের আশপাশের লোকজন শিশুটিকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করেন।
পুলিশ সাগরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় আসতে বলে। শনিবার দাদা ফরমান আলীর কাছে সাগরকে তুলে দেওয়া হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জাগো নিউজকে বলেন, হারানো সন্তানকে বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে পেরে আমরাও আনন্দিত।
এইচ এম কামাল/এসজে/এএসএম