দেশজুড়ে

পাতা ঝাড়ু দেওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় নিহত ১

ফরিদপুরের সালথায় বাগানে পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মতিউর রহমান তারা (৪০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল উপজেলার যোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মতিউর রহমান তারা উপজেলার সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের বড় ছেলে।

নিহতের ভাই ওলিয়ার রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে মতিউর রহমানকে নানাভাবে হয়রানি করে আসছিল প্রতিবেশী কয়েকজন। শনিবার বিকেলে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে শুকনা পাতা ঝাড়ু দেওয়া নিয়ে মতিউরের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায় সজল মোল্লা লোকজন নিয়ে মতিউরের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালথা থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, মতিউর নিহতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/জেআইএম