দেশজুড়ে

লক্ষ্মীপুরে মাদরাসা সুপারকে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে গন্ধব্যপুর ইসলামীয়া আলিম মাদরাসার সুপার নুরুল আলমকে হত্যা করে মরদেহ গুম করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

জয়নাল আবেদিন খোকন ও তার ভাই শাহ আলম এ হুমকি দিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তারা সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

শিক্ষক নুরুল আলম একই ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের বাসিন্দা।

জিডি সূত্রে জানা যায়, নুরুল আলমের সঙ্গে খোকন ও শাহ আলমদের জমি নিয়ে বিরোধ রয়েছে। জমি-সংক্রান্ত একাধিক মামলায় নুরুল আলমের পক্ষে রায় দিয়েছেন আদালত। এতে ক্ষুব্ধ খোকনরা। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে নতুন তেওয়ারীগঞ্জ বাজারের একটি চা দোকানে নুরুল আলম নাশতা করতে যান। সেখানে অভিযুক্তরা উপস্থিত হয়ে নুরুল আলম ও তার পরিবারের সদস্যদের হত্যা করে মরদেহ গুম করে দেওয়ার হুমকি দেয়। তারা আরও বলেন, প্রয়োজনে ১০-২০ লাখ টাকা খরচ হবে।

মাদরাসা সুপার নুরুল আলম বলেন, খোকন ও শাহ আলম প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দিয়েছেন। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জয়নাল আবেদিন খোকন ও শাহ আলমের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এসআর/এএসএম