জামালপুর শহরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসব হবে সোমবার। আর কলেজ মাঠে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিকে, ৭০ বৎসর পূর্তি উৎসব ও রাষ্ট্রপতির সফর উপলক্ষে জামালপুর শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নানা সাজে পুরো শহরই হয়ে উঠছে উৎসবের শহর। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধির আগ্রহে অপেক্ষায় আছেন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির আগমনকে বর্ণাঢ্য করতে পুরো শহরকে সাজানো হয়েছে নানা আলোকসজ্জায়। আলোর ঝলকানিতে রাতের শহর হয়ে উঠেছে উৎসবের শহর। ব্যানার, ফেস্টুন আর নানা রঙে সাজানো হয়েছে শহরের রাস্তাঘাট আর কলেজ ক্যাম্পাস।রোববার এক সংবাদ সম্মেলনে উৎসব কমিটির চেয়ারম্যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সকল প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বৎসর পূর্তি উৎসবে তিন হাজার প্রাক্তনসহ মোট ১৪ হাজার শিক্ষার্থী যোগ দিবেন। আশেক মাহমুদ কলেজের ৭০ বৎসর পূর্তি উৎসবে পুরনো আর নতুনের এই মিলন মেলায় রাষ্ট্রপতির আগমনে উদ্বেলিত এই কলেজের বর্তমান আর সাবেক শিক্ষার্থীরা। তিনি আরো জানান, ২২ ফেব্রুয়ারি মূল অনুষ্ঠান ছাড়াও তিন দিনব্যাপী রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রর্দশনীসহ নানা আয়োজন। রাষ্ট্রপতির আগমনকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতিই নেয়া হয়েছে উল্লেখ করে মির্জা আজম বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু নতুন পুরনোর মেলবন্ধনই সৃষ্টি হবেনা রাষ্ট্রপতির আগমনে এই কলেজটি উচ্চতর মর্যাদায় অভিষিক্ত হবে এমনটাই আশা করছে জামালপুরবাসী।শুভ্র মেহেদী/এআরএ/পিআর