দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান ফটক থেকে তিন বছর পর (৩৬ মাস) তুলে নেওয়া হলো করোনার বিধি-নিষেধ। ফটকটি শ্রমিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে আগের মতো ফটক খুলে রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া শ্রমিক সংগঠনের সভাপতি জাকির হোসেন জানান, বৈশ্বিক মহামারি করোনার কারণে খনির প্রধান ফটক গত তিন বছর ধরে বন্ধ ছিল। বিশেষ নির্দেশনা ছাড়া এই ফটক খোলা হতো না। কোয়ারেন্টাইনের মধ্যদিয়ে শ্রমিকদের কাজে যোগদান করতে হতো। ১৫ দিন বা এক মাস পর শ্রমিকরা বাইরে বের হতে পারতেন। এতে শ্রমিকরা ইচ্ছা করলেও স্বজনদের সঙ্গে দেখা করতে পারতেন না। তখন থেকে খনির প্রধান ফটক উন্মুক্ত রাখার জন্য আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। শনিবার দিনগত রাত ১২টায় ওই ফটক সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে খনি কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইনিং জিএম জাফর সাদিক জানান, বর্তমানে করোনা প্রাদুর্ভাব শূন্যের কোটায় থাকায় এবং শ্রমিকদের কাজের সুবিধার্থে উচ্চ পর্যায়ের সিন্ধান্ত অনুযায়ী খনির প্রধান ফটক উন্মুক্ত রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।
এমদাদুল হক মিলন/এসআর/এএসএম