সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতে বড়দিন উৎসবে মেতে উঠেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সকাল থেকে প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার ৬১টি গির্জায় উদযাপিত হচ্ছে সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে জেলার বিভিন্ন গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড় দিনের আনুষ্ঠানিকতা।
এরআগে শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে গির্জার পাশাপাশি অনেকে বাড়িতে কেক কাটেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
পুষ্পিতা ত্রিপুরা নামের একজন বলেন, ‘এই দিনে প্রভু যিশুখৃস্ট জন্মগ্রহণ করেন। তাই আমরা উৎসব-আমেজের সঙ্গে দিনটি উদযাপন করি।’
উৎসবে মেতে উঠে বিনা ত্রিপুরা বলেন, ‘বড়দিন আমাদের কাছে একটি উৎসব। আজ সারাদিন আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াবো। অনেক খাওয়া-দাওয়া হবে। অনেক মজা করবো সবাই মিলে।’
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম