দেশজুড়ে

ভৈরবে বিদ্যুৎপৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে স্বাধীন মিয়া (২৮) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গাছতলাঘাট এলাকার পূবালী ব্যাংক সংলগ্ন ভবনে এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন মিয়া ওই এলাকার মো. সালমান শাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে গাছতলাঘাট এলাকার একটি ভবনের তৃতীয় তলার দেওয়ালে রঙের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যান স্বাধীন মিয়া। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজীবুল হাসান/আরএইচ/এএসএম