দেশজুড়ে

তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন চুল্লি থেকে পড়ে ঝো-জুপিং (৫২) নামের এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার ধানখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। ঝো-জুপিং রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বেশ কয়েকজন শ্রমিক বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লিতে ওঠেন। এসময় ঝো-জুপিং সেখান থেকে নিচে পড়ে যান। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো বলা যাচ্ছে না। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম