সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট গৃহীত হয়নি। বুধবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে নির্ধারিত তারিখে মামলার শুনানি হয়।চার্জশিটে কয়েকজন আসামির নাম-ঠিকানা ভুল থাকায় তদন্তকারী কর্মকর্তা তা সংশোধনের জন্য সময় চাইলে আদালত তা গ্রহণ করে ২১ ডিসেম্বর পূণরায় সম্পূরক চার্জশিটের মাধ্যমে তা দাখিল করার নির্দেশ দেন। এ সময় উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে কোর্ট প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করে।উল্লেখ্য, ১৩ নভেম্বর সিআইডি সিলেটের সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল তৃতীয় দফায় তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে চার্জশিট দাখিল করেন। এতে নতুন করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ ১১ জনের নাম অন্তর্ভূক্ত করা হয়। ইতিপূর্বে দু’বার প্রদত্ত চার্জশীটে ২৪ জনকে আসামী করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হুজি নেতা মুফতি আব্দুল হান্নান।