বরিশালের উজিরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মুয়ান মল্লিক নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বরে) সকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মুয়ান মল্লিক ওই গ্রামের মিলন মল্লিকের ছেলে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মুয়ান মল্লিক বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দিলে তারা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এসআর/জেআইএম