নরসিংদীতে কিশোর জায়েদুল ইসলামকে (১৭) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে কুত্তা রুবেলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে শহরের গাবতলী কবরস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, কিশোর জায়েদুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তার চাচা তোফাজ্জল হোসেন বাদী হয়ে শনিবার রাতে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কুত্তা রুবেলকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মেয়েটিকে কুত্তা রুবেল প্রথমে কু-প্রস্তাব দেয়। এতে মেয়েটি রাজি না হলে তাকে তুলে নিতে চাইলে সঙ্গে থাকা দুই যুবক সন্ত্রাসীদের বাধা দেয়।এক পর্যায়ে কুত্তা তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। এসময় প্রেমিক জায়েদুলকে জবাই করে ফেলে রাখা হয়। রুবেল একজন ভাড়াটে কিলার ও পেশাদার খুনি। এ পর্যন্ত কুত্তা ১০টির ও বেশি খুন করেছে বলে জানায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম বলেন, কুত্তা রুবেল শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। তিনি জায়েদুল হত্যাকাণ্ডের মূল হোতা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে হত্যায় জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, গত শনিবার বিকেলে শহরের গাবতলী এলাকায় জায়েদুল ইসলামকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এসময় মিতু আক্তার ও জয় মিয়া (১৮) নামে দুই কিশোর-কিশোরী আহত হয়।সঞ্জিত সাহা/এআরএ/পিআর